মেহেরপুর বাজিতপুর বিজিবির অভিযান : মাদকসহ দুজন আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর বাজিতপুর বিওপি’র বিজিবি সদস্যরা মাদকসহ দুজনকে আটক করেছেন। ওই সময় বিজিবি তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিজিবি তাদের আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর বিওপি’র নায়েক সুবেদার আসাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা বুড়িপোতা হেয়ারিং রাস্তা থেকে একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে। ওই সময় বিজিবি দুজনকে আটক করলেও একজন দৌঁড়ে পালিয়ে যায়। আটক দুজন হলেন মেহেরপুর শহরের মুখার্জীপাড়ার সাধন কুমার কর্মকারের ছেলে সঞ্জিত কুমার কর্মকার (২৫) ও মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের আল আমিনের ছেলে আশিক (১৫)। বিজিবি তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানা মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।