মাথাভাঙ্গা মনিটর: সান্তোস থেকে নেইমার বার্সেলোনায় এসেছেন তাও প্রায় দু মাস হতে চললো। অনেকের ধারণা ছিলো, বার্সার আক্রমণভাগে মেসির সাথে হয়তো সেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামবেন ব্রাজিলিয়ান তারকা। তেমন কিছু দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে নম্র স্বভাবের নেইমার মন জয় করে ফেলেছেন আর্জেন্টিনা তারকার। ন্যু ক্যাম্পে ২১ বছর বয়সী তারকার চলনবলনে মুগ্ধ মেসি, নেইমারের সাথে সবদিক থেকেই ভালো যাচ্ছে। সে খুব দ্রুত সবার সাথে মানিয়ে নিয়েছে। ড্রেসিং রুমেও তাকে সাদরে গ্রহণ করা হয়েছে। দারুণ একজন মানুষ সে। খুবই নম্র ও বিনয়ী।
বার্সার জার্সি গায়ে পাঁচ ম্যাচে একটি গোল করেছেন নেইমার। অন্যদিকে চার ম্যাচে পাঁচবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন মেসি।