মাথাভাঙ্গা অনলাইন : : ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।বুধবার বেলা সাড়ে ১২টায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানা যায়।
নরসিংদীর স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দৌলতকান্দি এলাকায় পৌঁছালে ৫টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে বৃষ্টির কারণে দ্বিতীয় লাইনটি বসে যাওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল বন্ধ হয়ে যায় । দ্বিতীয় লাইন মেরামতের পর বেলা সাড়ে ১২টার দিকে লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি।
ভৈরবের স্টেশন মাস্টার অমৃতলাল সরকার জানান, ঢাকা ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কন্টেইনার ক্যারেজগুলো সরিয়ে নিলে অন্য লাইনটিও চালু হয়ে যাবে।