বিশ্ববাসীর দৃষ্টি এখন ৯ সেপ্টেম্বরের দিকে

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় সামরিক অভিযান চালানোর লক্ষ্যে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেও শেষ মুহূর্তে কংগ্রেসের অনুমোদন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে বুধবার সিরিয়া অভিযানের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ।ওবামার পক্ষে সিনেটের খসড়া প্রস্তাব পাসের জন্য দরকার পড়ছে কংগ্রেসের অনুমোদন। আর কংগ্রেসের বহুল প্রত্যাশিত সেই অধিবেশন বসছে আগামী ৯ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় অভিযান হচ্ছে না এমনটা অনুমান করা গেলেও ৯ সেপ্টেম্বর কী হবে মার্কিন কংগ্রেসে- এ নিয়েই এখন মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের ভাবনা। অতীতের যুদ্ধগুলোর মতোই তর্ক-বিতর্ক শেষে যদি সিনেটের প্রস্তাব অনুসারে সিরিয়ায় ৬০ দিনের অভিযানের সিদ্ধান্তটি অথবা সীমিত পরিসরে হামলার সিদ্ধান্তটি অনুমোদন হয়ে যায়, তবে তারপর মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের দামামা বেজে উঠবে এটা সহজেই অনুমান করা যায়। অবশ্য জাতিসংঘের অনুমোদন ব্যতীত সিরিয়ায় হামলা হলে সেটা যুদ্ধাপরাধ বলেই বিবেচিত হবে বলে ওবামাকে সতর্ক করেছেন মার্কিন দার্শনিক ও লেখক নোয়াম চমস্কি।