স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদে ভোটার তালিকা আইন-২০১৩ অনুমোদন ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাজা পাওয়া জামায়াত নেতাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এরপর বদরগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- খুলনা জোনের টিম সদস্য ও চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল জেলার তত্ত্বাবধায়ক আব্দুর মতিন, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রউফ ও সেক্রেটারি খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির মফিজুর রহমান জোয়ার্দ্দার, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তরিকুল ইসলাম। সমাবেশ চলাকালীন চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক অবরোধ থাকায় এ রুটে সকল যানবাহন চলাচল বন্ধ ছিলো।
অন্যদিকে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা কোর্টরোড থেকে আকস্মিক মিছিলটি বের হয়ে জীবননগর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন- জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান, অ্যাড. মসলেম উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রুহুল আমিন, চুয়াডাঙ্গা পৌর আমির মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রঘোষিত দেশব্যাপি বিক্ষোভ মিছিল ডাক দেয় সেই কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দর্শনা বাসস্ট্যান্ড থেকে বের হয়ে রেলবাজার দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে মিছিলটি আন্যদিকে চলে যেতে হয়। পরে মিছিলটি সংক্ষিপ্ত আকারে করে দর্শনা বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জামায়তের সহসেক্রেটারি রুহুল আমিন বলেন, আমিরে জামায়াত মাও. মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদীসহ সকল নেতৃবৃন্দের মুক্তি না দেয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। নিজামী, সাঈদীর মুক্তি চাই কি-না এ দেশের মানুষ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তা বুঝিয়ে দেবে। পরে জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক বলেন, এই আওয়ামী লীগ এক সময় জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের সাথে বসে কেয়ারটেকার আন্দোলনের করেছিলো সেই আওয়ামী লীগ অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমাদের নেতৃবৃন্দের ফাঁসি দেয়ার ষড়যন্ত্র করছে। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুরা সদম্য অ্যাড. মসলেম উদ্দিন, শিবিরের জেলা সভাপতি হাফেজ বেলাল হোসেন, অ্যাড. আসাদুজ্জামান, অ্যাড. রাসেল, দর্শনা পৌর আমির আব্দুল কাদের, নায়েব আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম, নজরুল ইসলাম, আবু হানিফ, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শরফরাজ উদ্দিন, মাও. আব্দুল গফুর আবু হানিফ, শিবিরের থানা সভাপতি জাকারিয়া আলম, মাও. রেজাউল হক প্রমুখ। পরে জেলা জামায়াতের সেক্রেটারি হাউলী ইউনিয়নের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান দোয়া অনুষ্ঠানের মাধমে সমাপ্ত করেন।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জামায়াতের উপজেলা আমির রহুল আমিনের নেতৃত্বে আমঝুপি বাজারের চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাটের রাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন- জেলা জায়াতের সহসেক্রেটারি ফারুখ হোসেন, উপজেলা সেক্রেটারি মো. জামাল উদ্দিন, আমঝুপি ইউনয়ন আমির আলমগীর হোসেন তানশেন, বারাদী ইউনিয়ন আমির আল-আমিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিমসহ জামায়াতের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল পাঁচটায় উপজেলা কোমরপুর বাজারে উপজেলা জামায়াতের সেক্রেটারি খানজাহান আলীর নেতৃত্বে বিক্ষেভ মিছিলটি কোমরপুর বাজার প্রদক্ষিণ করে।