দুপুরে গ্রেফতারকৃত ৬ মাদকসেবী বখাটের বিকেলেই জামিন লাভ

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ ৬ গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলেও বিকেলেই জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে তারা। মাদকসেবন করা অবস্থায় পুলিশ হাতেনাতে তাদের গ্রেফতার করলেও রহস্যজনক কারণে মাদক আইনে গ্রেফতার না দেখিয়ে মামুলি পুলিশের ৩৪ ধারায় গ্রেফতার দেখানোর ফলে তারা আদালত থেকে সহজেই জামিনে মুক্ত হতে পেরেছে বলে অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা ওয়াপদা কলোনি থেকে তাদেরকে এসআই টিপু সুলতান গ্রেফতার করে।

জানা গেছে, আলমডাঙ্গা ওয়াপদা কলোনিতে কিছু বখাটে বসে প্রতিদিনের মতো গতকাল বুধবার দুপুরে গাঁজা সেবন করছিলো। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলো আলমডাঙ্গা কোর্টপাড়ার জবেদ আলীর ছেলে তুষার, সিরাজুলের ছেলে আফজাল, বজলুর রহমানের ছেলে হিজবুল, কামালপুর গ্রামের খোদা বক্সের ছেলে ছামাদ, থানাপাড়ার রিয়াজুলের ছেলে সাজুল, স্টেশনপাড়ার নুরুল ইসলামের ছেলে টিটুল। গতকাল দুপুরে এদেরকে গ্রেফতার করে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। বিকেলে তারা জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে।