দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামের মিরাজ নামের প্রতিবেশী এক যুবক কর্তৃক পাঁচ বছরের শিশুকে বলাৎকার করেছে মর্মে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বিকেলে বাড়ির অদূরবর্তী নশকর আলীর আখক্ষেতের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আজাবুল আলিমের পাঁচ বছর বয়সী শিশু ছেলে আবুজার গত সোমবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে বাড়ির পাশে খেলছিলো। এ সময় একই পাড়ার ফারুকের ছেলে মিরাজ (১৪) তাকে ফুসলিয়ে বাড়ির অদুরবর্তী নশকর আলীর আখক্ষেতের মধ্যে নিয়ে আখের পাতা দিয়ে মুখ বেঁধে তাকে বলাৎকার করে। শিশু আবুজার বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি বলে দেয়। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় সালিস বৈঠক বসালে অভিযুক্ত মিরাজের পরিবারের লোকজন সালিস না মেনে চলে যায় এবং বলে সালিস মানবো না যা পারিস করে নিস। এ বিষয়ে বলাৎকারে শিকার শিশুর দাদি বাদী হয়ে গতকাল বুধবার থানায় মামলা দায়ের করেছেন।