খবর: ( বিয়ের পর স্বামীর পরবাস : মোবাইলে স্ত্রীর ফিসফিস নিয়ে টানাপড়েন)
বউ করেছে ফোনে পিরিত
প্রেম করেছে স্বামী,
ঘরের ভেতর ভূতের বাসা
কী বড় পাগলামি।
অন্য পুরুষ মন কেড়েছে
বউ ছটফট করে,
একটা ছেড়ে বুড়ো স্বামী
আরেকটাকে ধরে।
সংসারে খুব গুড়ে আলাপ
পালিয়ে গেছে সুখ,
পরের জিনিস নিয়ে কি আর
ঠাণ্ডা হবে বুক?
-আহাদ আলী মোল্লা