ঝিনাইদহের কালীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ঘিঘাটি গ্রাম থেকে গতকাল বুধবার সকালে রিনা বেগম (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই গ্রামের মোহাম্মদ টিক্কা হোসেনের স্ত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার ঘিঘাটি গ্রামের টিক্কা হোসেনের স্ত্রী রিনা বেগমকে মাদকদ্রব্য আইনের মামলায় এক বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন আদালত। এ রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বড়ঘিঘাটি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিনা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে।