জীবননগরে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এনে অপর মুক্তিযোদ্ধার জিডি

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বদর উদ্দীনের সাথে প্রতারণা করে তার নিকট থেকে ভুয়া সনদপত্র নিয়ে চাকরি বাগিয়ে দেয়ার ঘটনায় উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মুক্তিযোদ্ধা পিয়ারাতলার আবুল হোসেনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর থানায় ডেপুটি কমান্ডার বদর উদ্দীন এ জিডি দায়ের করেন।

জিডিতে অভিযোগ করা বলা হয়েছে, পিয়ারাতলা গ্রামের মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন তার সরলতার সুযোগ নিয়ে একজনকে নাতী বানিয়ে তার নিকট থেকে সনদপত্র গ্রহণ করেন। এ সনদপত্রের বলে যশোর জেলার চৌগাছা উপজেলার বাদেখানপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মিলন রহমান কারারক্ষী পদে চাকরি গ্রহণ করেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি পত্র দেয়া হয়। গত সোমবার তদন্তকালে ইউএনও সাজেদুর রহমান প্রতারণার এ বিষয়টি ধরে ফেলেন। তিনি দেখতে পান পিয়ারাতলার মুক্তিযোদ্ধা আবুল হোসেন ব্যক্তিস্বার্থ হাসিল করে মিলনকে নিজের নাতি ছেলে বানিয়ে মুক্তিযোদ্ধার পোষ্য সনদপত্র দিয়েছেন। ডেপুটি কমান্ডার বদর উদ্দীনের নিকট থেকে এ সনদপত্র তিনি বাগিয়ে নেন। এ নিয়ে দৈনিক মাথাভাঙ্গায় গত মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়। এ অবস্থায় গতকাল জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বদর উদ্দীন মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেছেন।