মাথাভাঙ্গা অনলাইন : গাজীপুর জেলার পৃথক দুটি স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- আবু রায়হানের (২৫) ময়মনসিংহের নাশুল্যা গ্রামের আব্দুল মন্নাছের ছেলে। তিনি স্কয়ার ফ্যাশন লিমিটেডের প্রিন্টার সেকশনের শ্রমিক ছিলেন ও সাইফুল ইসলাম (৩০) টঙ্গীর স্টেশন রোড এলাকার তৃপ্তি হোটেলের মালিক। তিনি টঙ্গীর নোয়াগাঁও এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে শ্রমিক আবু রায়হানের (২৫) ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এদিকে টঙ্গীর মুদাফা এলাকায় দুর্বত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন সাইফুল ইসলাম নামের এক হোটেল ব্যবসায়ি। মঙ্গলবার রাতে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করে ওই স্থানে লাশ ফেলে যায় দুর্বত্তরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়