স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ঘোলদাড়ি টাকপাড়া গ্রামে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ মারামারিতে চারজন গরুতর আহত হয়েছেন। আহত তিনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার টাকপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে জব্বার ও মহির আলীর ছেলে চানমিয়া রোয়াকুলি গ্রামে বিয়ে করেন। সে সুবাদে তারা ভায়রা ভাই। সংসারে শ্যালিকাকে মারধর করা নিয়ে গতকাল বুধবার বিকেলে দু ভায়রার মধ্যে গণ্ডগোল হয়। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে লাঠির আঘাতে মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৫), মৃত আমোদ মোড়লের ছেলে মহির (৫৫), মহিরের ছেলে চানমিয়া (২২) ও জব্বার (২৬) আহত হন।