মাথাভাঙ্গা অনলাইন : মার্কিন ড্রোনগুলোকে ভূপাতিত করা, বিকল করে দেয়া কিংবা নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়ার জন্য প্রকৌশলী নিয়োগ করেছে আল-কায়েদা।
মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন নথির উদ্ধৃতি নিয়ে মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, আল কায়েদা গোষ্ঠী ২০১০ সাল থেকে ড্রোন ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আল কায়েদা নেতারা আশা করছে, তারা এখন ড্রোনগুলোকে ধ্বংস বা তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দশকে মার্কিন ড্রোন হামলায় তিন হাজার মানুষ নিহত হয়েছে। আল-কায়েদার নেতারা ওই ড্রোন হামলা বন্ধে একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবনে করতে চায়।
এজন্য তারা ড্রোন হামলাপ্রবণ দেশগুলোর বেসামরিক নাগরিকদের কাছ থেকে অর্থও সংগ্রহ করছে বলে জানা গেছে।
ড্রোন হামলার কারণে আল-কায়েদা পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন ও সোমালিয়াসহ অন্যান্য দেশে তাদের কার্যক্রণ সীমিত করতে বাধ্য হয়েছে।