স্টাফ রিপোটার: চোরাই মোটরসাইকেলসহ ঝিনাইদহ বুড়াই গ্রামের চিহ্নিত মোটরসাইকেল চোর আওয়াল আলীকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ। জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের ৯ মাইলের নিকট থেকে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই নাসির উদ্দিন চোরাই মোটরসাইকেলসহ ঝিনাইদহ সদরের বুড়াই গ্রামের শহর আলীর ছেলে আওয়ালকে আটক করেন। পরে আওয়ালকে সরোজগঞ্জ ক্যাম্পে বসিয়ে রেখে চোরাই মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে থানায় জমা দেন। আওয়ালের পরিবারের সাথে দীর্ঘসময় ধরে দরকষাকষির এক পর্যায়ে ৬০ হাজার টাকার বিনিময়ে রোববার বেলা ২টার দিকে আওয়ালকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ এসআই নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা করা হলে তিনি জানান, আওয়াল নামের কারো আটক করা হয়নি। পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় জমা দেয়া হয়েছে।