স্টাফ রিপোর্টার: আগামী দু-তিন দিনের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্রোত কমে গেলে ফেরি চলাচলে ও খনন কাজে কোনো সমস্যা হবেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আপাতত দৌলতদিয়া-পাটুরিয়া বাদ দিয়ে অন্য পথে যানবাহন চালক মালিকদের ঢাকা যাওয়ার অনুরোধ করছি। বিকল্প পথ হিসেবে পাটুরিয়া-কাজীরহাট, মাওয়া-কাওড়াকান্দি, জৌকুড়া-নাজিরগঞ্জ দিয়ে চলাচল করা যাবে বলেও জানান তিনি। সরেজমিনে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের জানান, প্রকৃতির সাথে কোনো যুদ্ধ চলে না। তাই এ দুর্যোগকালীন এ রুট ব্যবহারকারী সব যাত্রী ও পরিবহন মালিকদের বিকল্প রুট ব্যবহার করা উচিত।