স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি ছাত্রাবাস থেকে গত সোমবার রাতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফজিলা খাতুন (৩৫)। পুলিশের জানিয়েছে, ফজিলার সাবেক স্বামী নওশাদ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। মামলায় ফজিলার সাবেক স্বামী নওশাদ আলীকে আসামি করা হয়েছে। নিহত ফজিলা খাতুনের বাবার নাম আসাদুজ্জামান। বাড়ি নগরের মতিহার থানার মির্জাপুর এলাকায়। দু বছর আগে নওশাদ আলীর (৪০) সাথে ফজিলার বিয়ে হয়। নওশাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। পারিবারিক কলহের কারণে দু মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ফজিলা খাতুন তার বাবার বাড়িতে ছিলেন। কিন্তু সাবেক স্বামী নওশাদ কয়েক দিন ধরে ফজিলার সাথে দেখা করার চেষ্টা করছিলেন।