মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের সাথে ভূমধ্যসাগরে যৌথভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়ায় মার্কিন বাহিনীর সামরিক অভিযানের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই এ পরীক্ষা চালানো হলো। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোর সোয়া ন’টার দিকে মার্কিন নৌবাহিনীর সাথে এ সফল পরীক্ষা চালানো হয়। একই সময় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানায়, তাদের রাডারে ভূমধ্যসাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি ধরা পড়েছে। উল্লেখ্য, ২১ আগস্ট রাসায়নিক অস্ত্র হামলায় কয়েকশ মানুষ নিহত হওয়ার ঘটনার পর সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি হিসেবে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।