দৌলতপুরে বিএনপির দু গ্রুপ একইস্থানে জনসভা ডাকায় পুলিশের বাধায় জনসভা পণ্ড

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে একই স্থানে বিএনপির দু গ্রুপ পাল্টাপাল্টি জনসভা ডাকায় পুলিশ উভয় গ্রুপের জনসভা পণ্ড করে দিয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা ৩টায় দৌলতপুর উপজেলা বিএনপির আলতাফ হোসেন গ্রুপ ও রেজা আহমেদ বাচ্চু মোল্লা গ্রুপ আড়িয়া ইউনিয়নের একই স্থানে পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা আহ্বান করে। এর প্রেক্ষিতে দৌলতপুরের ইউএনও অরুন কুমার, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম ও দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বেলা ২টার দিকে জনসভাস্থলে উপস্থিত হয়ে দু গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় উভয় গ্রুপকে সেখানে জনসভা না করার জন্য বলেন। পরে আলতাফ হোসেন গ্রুপ পাশ্ববর্তী বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা করার জন্য প্রস্তুতি নিলে পুলিশ সেখানেও বাধা প্রদান করে।

এ ব্যাপারে বিএনপি একাংশের নেতা আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, তার পূর্ব ঘোষিত কর্মসূচি না করতে দেয়ার উদ্দেশে পরিকল্পিতভাবে বাচ্চু মোল্লা গ্রুপ পাল্টা কর্মসূচি দিয়েছে। তবে তাৎক্ষণিক বাচ্চু মোল্লা গ্রুপের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আমরা জনসভা বন্ধ করে দিয়েছি। পুলিশ ইচ্ছাকৃতভাবে কারো জনসভা পণ্ড করেনি।