দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ডুবোচরে আটকে পড়া মতিউর রহমান নামের ফেরিটি উদ্ধার করা হয়েছে।
নাব্য সংকটের কারণে সোমবার রাত পৌনে ১০টার দিকে তিনটি বাস, একটি ট্রাক ও ১২টি প্রাইভেটকার নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর ফেরিটি নতুন চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে। এতে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এরপর থেকে চেষ্টা চালিয়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে ফেরিটি উদ্ধার করে বিআইডব্লউটিএ। তবে বেলা ১২ টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে ।
এ অবস্থায় দৌলিতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের উভয় পাশে পণ্যবাহী প্রায় তিন শতাধিক ট্রাক আটকা পড়েছে।