দেশে ফিরেছে পাচার হওয়া ৪৫ বাংলাদেশি

 

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় ৪৫ নারী ও শিশুকে আটক করেছে বিজিবি এবং পুলিশ। পরে তাদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়েছে। আটককৃত এসব নারী ও শিশু বিভিন্ন সময় নানা প্রলোভনে পড়ে ভারতের বোম্বে শহরে পাচার হয়ে গিয়েছিলো। সেখানকার বিভিন্ন বাসাবাড়ি ও পতিতাপল্লীতে দুর্বিষহ জীবনযাপনের পর স্থানীয় পুলিশের সহায়তায় গতকাল তাদের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা এসব নারী ও শিশুকে আটক করেন। তবে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মীরা এসব নারী ও শিশুকে গ্রহণ করে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বলেন, ভারতে পাচার হয়ে যাওয়া তরুণীরা বিভিন্ন সময়ে বোম্বে পুলিশের হাতে আটক হয়। একপর্যায়ে তাদের ঠিকানা হয় বোম্বের জেলহাজতে। পরে রেসকিউ ফাউন্ডেশন নামে শেল্টার হোমে তাদের ঠাঁই হয়। অবশেষে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির পর ভারত থেকে দেশে ফেরা ৪৫ তরুণী ও দু শিশুকে ২টি স্বেচ্চাসেবী সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।