ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি নেতার বাড়িতে হামলা : ৭ জন আহত

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক কেরামত আলীকে অবরুদ্ধ করে তার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা কাবিল মোল্লার নেতৃত্বে ১০/১২ জন লোক সকালে কেরামত আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির আসবাবপত্র, টিভি, ফ্রিজ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় কেরামত, তার স্ত্রী রেহেনা খাতুন, মেয়ে তাপসী খাতুন, ভাই আমানত উল্লাহ, ইনতাজ আলী, ভাতিজা খলিফাসহ ৭ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপি নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, কেরামত আলীকে বাড়িতে অবরুদ্ধ করে রাখার ঘটনা সত্য। তবে কেরামতের ওপর হামলা হয়েছে কি-না আমরা জানি না। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।