আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ৪২তম জাতীয় আন্তঃস্কুল মাদরাসা গ্রীষ্মকালীন বিভিন্ন খেলায় জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপজেলা, জেলা পর্যায়ে রানারআপ ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কৃতীছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মাথাভাঙ্গার আন্দুলবাড়িয়া প্রতিনিধি নারায়ণ ভৌমিক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা, ইকবাল আহম্মদ জুয়েল, ক্রীড়া শিক্ষিকা রেবেকা আক্তার, শেখ আতিয়ার রহমান প্রমুখ। সভায় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপজেলা ও জেলা পর্যায়ে ফলাফল বিপর্যয়ে বৈষম্য দেখিয়ে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন। অনুষ্ঠান শেষে কৃতীছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।