মাথাভাঙ্গা অনলাইন : : বেনাপোল সীমান্তের পাঁচভুলোট গ্রামের ভারত সীমান্ত ঘেষা একটি হাওড় থেকে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হননি।
সোমবার রাত ১১টায় বর্ডার গার্ড- ২৩ (বিজিবি) সদস্যরা অস্ত্র ও গুলি উদ্ধার করে।
যশোর বর্ডার গার্ড- ২৩ (বিজিবি) কায়বা ক্যাম্প কমান্ডার সুবেদার সফি সাজেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট গ্রামের ভারত সীমান্ত ঘেঁষা একটি হাওড়ে সোমবার রাত ১১টায় বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালান।
পরে ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।