মাথাভাঙ্গা মনিটর: অনর্গল ইংরেজি বলতে পারলেও ভালো করে হিন্দি বলতে পারতো না অঞ্জনা। ভালো বুঝতো না হিন্দি ভাষা। কিন্তু অসাধারণভাবে হিন্দি বিভিন্ন ধাঁচের গান তাঁর গলায় মানিয়ে যায়। কথা হচ্ছে ভারতের ইন্ডিয়ান আইডল জুনিয়র প্রতিযোগিতার বিজয়ী অঞ্জনা পদ্মনাভনকে (১০) নিয়ে। যারা গানের ভক্ত এবং ভারতের ইন্ডিয়ান আইডল জুনিয়র দেখেছেন শুরু থেকেই তাদের কাছে অঞ্জনা নামটির সাথে পরিচয় থাকার কথা। প্রতিযোগিতার বিচারক সঙ্গীত পরিচালক বিশাল-শেখর ও শিল্পী শ্রেয়া ঘোষাল শুরু থেকেই অঞ্জনাকে প্রশংসা করেছেন তার গানে মুগ্ধ হয়ে তুলনা করেছেন ভারতের জনপ্রিয় প্রতিনিধি সুনিধি চৌহানের সাথে। ইন্ডিয়ান আইডল জুনিয়র প্রতিযোগিতার শুরু থেকেই দারুন আত্মবিশ্বাস ছিলো অঞ্জনার মধ্যে। এক ধরনের অঘোষিত চ্যাম্পিয়নও ছিলো অঞ্জনা। তবে প্রতিযোগিতা চলাকালে অঞ্জনাকে টক্কর দিতে হয়েছে কোলকাতার মেয়ে দেবাঞ্জনার সাথে। প্রতিযোগিতায় পেছনে ফেলতে হয়েছে নির্বেশ সুধাংশুভাই দাভে ও আনমোল জয়সওয়াল, সুগন্ধা দাতে, আকাশ শর্মা, সোনাক্ষী কর, প্রিয়ম, সংকল্প ও ইমনকে। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এশিয়ার এ আয়োজন ১ জুন শুরু হয়। প্রতিযোগিতার শুরুতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ৮৬ জন প্রতিযোগি বাছাই করার পর বিজয়ী ১১ জনকে নিয়ে শুরু হয় চূড়ান্ত প্রতিযোগিতা। গত রোববার রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল। ফাইনালে অঞ্জনার মাথায় উঠেছে বিজয়ীর মুকুট।