মাথাভাঙ্গা অনলাইন : : সাতক্ষীরা পৌরসভায় সোমবার ভোররাতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা নৈশপ্রহরীকে বেঁধে দুটি রুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ড্রয়ার থেকে দেড় লক্ষাধিক টাকা লুট করে।
এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য পৌরসভার দুই নৈশপ্রহরী রফিক ও আজাদকে পুলিশ আটক করে।
পুলিশ সুপারের কার্যালয়ের পাশে অবস্থিত পৌর ভবন থেকে এভাবে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সদর থানার ওসি তদন্ত নাসিরউদ্দীন জানান, পৌরসভার নৈশপ্রহরী রফিক কর্তব্যরত ছিলেন। ভোর রাতে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রফিককে মারপিট করে পিঠমোড়া দিয়ে বেঁধে ফেলে। পরে তারা হিসাবরক্ষণ বিভাগের কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে ড্রয়ার ভেঙে এক লাখ ৪৬ হাজার টাকা লুট করে। কর্মচারীদের গত মাসের বেতন বাবদ এ টাকা রক্ষিত ছিল।
এ ছাড়া ডাকাতরা আরো চারটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করে। এরপর ডাকাতরা প্রধান করণিকের কক্ষ ভেঙে পাঁচ হাজার টাকা লুট করে।