মাথাভাঙ্গা অনলাইন : জাল ভিসা নিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচজনকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের বহির্গমন চেক-ইন-রো-ডি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার চিত্রকুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনজুর (৩২), লৌহজং উপজেলার ওমর আলীর ছেলে শাহজাহান শেখ (৩৪), টঙ্গীবাড়ী উপজেলার কাটাদিয়া গ্রামের আলী হোসাইনের ছেলে মো. শাহীন হোসাইন (২১), শরিয়তপুরের ডামুডা উপজেলার দক্ষিণ ডামুডা গ্রামের খলিলুর রহমান দেওয়ানের ছেলে মিজানুর রহমান (২৫), মুন্সিগঞ্জ সদর উপজেলার গুহাপাড়া গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে আব্দুল আল মামুন (২৭)।
আটককৃতদের রিজেন্ট এয়ারের আরএক্স-৭৮২ ফ্লাইটযোগে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।