স্টাফ রিপোর্টার: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সুবিধামতো যেকোনো একটিতে ভর্তি হতে পারবে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় ওই তারিখ নির্ধারণ করা হয়। ওই দু বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে ও একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২, ২৩, ২৯ ও ৩০ নভেম্বর থেকে যেকোনো একটি তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছিলো। ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব শাহ আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক শাহ আলম জানান, চলতি শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা একই দিনে ও একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ন্যূন্যতম যোগ্যতা ও আবেদন পাঠনোর তারিখ পরে জানানো হবে।