মাথাভাঙ্গা অনলাইন : যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা নগদ প্রায় সোয়া লাখ টাকা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার ভোরে হাসপাতালের হিসাবরক্ষকের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন নার্স জানান, ভোর ৪টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ে হানা দেয়। এ সময় ওই কার্যালয়ের সামনে শুয়ে থাকা রোগীর স্বজনদের কাছে তারা পুলিশ পরিচয় দেয়। পরে কলাপসিবল গেট ভেঙে হিসাবরক্ষকের কার্যালয়ে প্রবেশ করে লুটপাট করে পালিয়ে যায় তারা।
যশোরের সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান জানান, হাসপাতালের গ্রিল কেটে হিসাবরক্ষকের কার্যালয় থেকে টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তবে ডাকাতির বিষয়টি অস্বীকার করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ। তিনি জানিয়েছেন, হাসপাতালের হিসাবরক্ষকের কার্যালয়ে গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টির বিস্তারিত জানা যাবে।