মাগুরায় বাসচাপায় স্কুল ছাত্র নিহত

 

মাথাভাঙ্গা অনলাইন: মাগুরা শহরের ভায়নামোড় চৌরাস্থায় বাসের চাপায় আবুল রহমান ফাহিম নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে নিহতের লাশ নিয়ে তাৎক্ষণিক মানববন্ধন করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্কুলছাত্রটি রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসের চালক পলাতক। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত ফাহিম শহরের দোয়ারপাড় এলাকার মাসুদুর রহমানের ছেলে। সে শুভেচ্ছা প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।