বৌদ্ধ বিহারে হামলা, পাঁচ মামলায় চার্জশিট

 

মাথাভাঙ্গা অনলাইন: কক্সবাজারের বিভিন্ন এলাকায় বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় পাঁচটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ ইন্সপেক্টর মিজবাহ উদ্দিন জানান, রোববার রাত ৯টা পর্যন্ত উখিয়া, রামু, ও কক্সবাজার সদরের মোট পাঁচটি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ফেসবুকে একটি ছবি ট্যাগ করাকে কেন্দ্র করে কক্সবাজার ও রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  এর পরের দিন টেকনাফ ও উখিয়ায় হামলা চালানো হয়। দু’দিনের হামলায় রামু ও উখিয়ার ১৯টি বৌদ্ধ বিহার ক্ষতিগ্রস্ত হয়।