গাংনীতে র্যাবের তৎপরতায় ডাকাতি প্রতিরোধ
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ইকুড়ি নামক স্থান থেকে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য মাবুদ আলীকে (৩০) দুটি বোমাসহ আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাত আটটার দিকে স্থানীয়দের সহায়তায় র্যাব-৬ গাংনী ক্যাম্প সদস্যরা তাকে আটক করে। মাবুদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বিলবোয়ালিয়া গ্রামে। তার পিতার নাম আলতাফ হোসেন।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানিয়েছেন, একটি মাইক্রোবাসযোগে আন্তঃজেলা ডাকাতদলের কয়েকজন সদস্য ডাকাতির উদ্দেশে গাংনীর দিকে আসছিলো। অবশ্য গত কয়েকদিন থেকেই তাদের গতিবিধি র্যাবের নজরে ছিলো। সে মতে র্যাবের দুটি অভিযান দল গতকাল সন্ধ্যা থেকেই গাংনী-হাটবোয়ালিয়া ও গাংনী-কুষ্টিয়া সড়কে অবস্থান নেয়। র্যাবের সক্রিয়তায় ডাকাতদলের সদস্যরা গাংনী শহরে প্রবেশের আগেই আবার ফিরে যায়। ইকুড়ি মসজিদের আগে তারা মাইক্রোবাস থেকে রাস্তায় নামে। তাদের গতিবিধিতে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় লোকজন। এক পর্যায়ে র্যাব কমান্ডার তারেক জুবায়েরের নেতৃত্বে র্যাবের একটি অভিযান দল ঘটনাস্থলে পৌঁছুলে ডাকাতদলের তিন সদস্য মাইক্রোবাসে উঠে পালানোর চেষ্টা করে। স্থানীয় মানুষ তাদের ধাওয়া করে মাইক্রেবাসের গ্লাস ভেঙে দেয়। তারা পালিয়ে গেলেও র্যাবের হাতে ধরা পড়ে মাবুদ আলী। তার হাতে থাকা একটি প্লাস্টিকে ব্যাগে কুড়োর ওপরে রাখা দুটি বোমা উদ্ধার করেন র্যাব সদস্যরা। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি তাজা ও শক্তিশালী বলে জানিয়েছে র্যাব। মাবুদকে আটকের পর তার স্বীকারোক্তিমতে তার দলের অপর সদস্যদের ধরতে গাংনী ও হাটবোলিয়া এলাকায় অভিযান চালায় র্যাবের কয়েকটি দল। গতরাতেই মামলাসহ মাবুদকে গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব।