চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ

 

মাথাভাঙ্গা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসাইন তুহিন ও কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য তন্ময় আহমেদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসাইন তুহিনের ওপর শিবির সন্ত্রাসীকৃত হামলার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, থানা প্রচার সম্পাদক তোহিদুল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন। কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাদশা, মুকুট, রনি, শরিফ, রাজু, বিজভী, তসবির, সুরুজ, ইয়ানুর, হাসান, শান্ত, ইশান, শৈকত, দিগান্ত, তানিয়া, রাখি, রিয়া, ইসানুর, সরোয়ার, জবা প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, জামায়াত-শিবিরের নেতাকর্মী কর্তৃক রাজশাহী বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৈহিদ আল তুহিন আহত হন। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দর্শনায় ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দর্শনা সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ। আলোচনা করেন, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক নাজিম উদ্দিন, কলেজ ছাত্রলীগের সহসভাপতি লোমান, মিল্লাত, যুগ্মসম্পাদক প্রভাত, সাংগঠনিক সম্পাদক আলামিন, রণি, রবিউল, সুমন, রকি, নাদিম, তাইফুর, পলাশ, রাসেল, জনি, তুষার, ইমু, সোহাগ, রকিব প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুরে মানববন্ধন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন আল আমিন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তন্ময় আহম্মেদের ওপর হামলাকারী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে ওই মানববন্ধন করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি কলেজের সামনের প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেল, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ বাদল প্রমুখ। মানববন্ধনে ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুহিন আল আমিন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তন্ময় আহম্মেদর ওপর হামলাকারী শিবির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গাংনী ছাত্রলীগ। গতকাল সোমবার সকালে মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহসভাপতি রিপন হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক ঝন্টু, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম রতন, নাজমুল, জনি, রাজু প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে সরকারি কেসি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি পায়রা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজের সামনের সড়কের দু পাশে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিবিরের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্লাকার্ড বহন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মানববন্ধনে কেসি কলেজ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনার চত্বরে কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপনের সভাপতিত্বে  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফাহিম মুনতাছির চন্দন, শাকিল আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান সুমন, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শহিদুজ্জামান পান্নু, রানা হামিদ প্রমুখ। সমাবেশে বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন ও বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তন্ময়সহ সকল ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইবি প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হাসান তুহিন ও কেন্দ্র কমিটির সদস্য তম্ময় আহম্মেদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার সকাল ১১টায় ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান ও যুগ্মসাধারণ সম্পাদক আবুজার গিফারি গাফ্ফারের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রলীগের দলীয় টেন্টে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আবুজর গিফারি গাফ্ফার, সজীব, লিটন, হিটলার, জাপান, টিটু সাইফুল ইসলাম, রাসেল হালিম, প্রমুখ।