স্টাফ রিপোর্টার: গতকাল রোববার দুপুর ১২টায় সদর উপজেলার বকচরা গ্রামের একটি মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক (৪০) ওই গ্রামের খোশলাল সরদারের ছেলে। খালেককে গত শনিবার রাতের কোনো এক সময় হত্যা করে মাঠের একটি শ্যালোমেশিন ঘরে লাশ ফেলে রেখে যায় বলে জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী। নিহতের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।