মাথাভাঙ্গা অনলাইন: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড্রামের ভেতর থেকে হাত-বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদে কলাপট্টি দশতলা গার্মেন্টেসের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ড্রামে লুকিয়ে রাখে।