স্টাফ রিপোর্টার: গতকাল রোববার বিকেলে যশোর বেনাপোলের নামাজ গ্রামের পেচোর বাঁওড়ে মাছ ধরার সময় চার জেলে এক সাথে বজ্রপাতের শিকার হন বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- সাদ্দাম হোসেন (২১), ইমরান হোসেন (১৫), মতিয়ার রহমান (২৫) ও তুহিন আলম (১৭)। তাদের বাড়ি বেনাপোলের রঘুনাথপুর ও সরবাংহুদা গ্রামে। বেনাপোল পোর্ট থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ জেলেরা বৃষ্টির মধ্যে বাঁওড়ে মাছ ধরছিলো। বজ্রপাত হলে চারজন একই জায়গায় পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। বজ্রপাতে জেলে সর্দার শান্তি (৪৮) ও অধর (২৮) আহত হন। তাদের শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদিকে নওগাঁর পোরশায় বজ্রপাতে আলহাজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলহাজ উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের ময়েন উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আলহাজ নিজ বাড়ির পাশের একটি মাঠে ধানের জমিতে কাজ করছিলেন। সোয়া ৫টার দিকে হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।