মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্কুল ও মাদরাসা ক্রিড়া সমিতির উদ্যোগে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার মেহেরপুর জেলা স্কুল ও মাদরাসা ক্রিড়া সমিতির সম্পাদক জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিখিল রঞ্জন চক্রবর্তী খেলার উদ্বোধন করেন। প্রথম দিনে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ছেলেদের ফুটবলে মুজিবনগর, মেয়েদের ফুটবলে সদর, ছেলে ও মেয়েদের হ্যান্ডবলে মুজিবনগর এবং কাবাডিতে মুজিবনগর উপজেলা পর্যায়ে জয়ী হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলায় ছেলেদের ফুটবলে মুজিবনগর উপজেলার শিবপুর মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। মেয়েদের ফুটবলে সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে গাংনী উপজেলার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ছেলেদের হ্যান্ডবলে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৬-০ গোলে গাংনী উপজেলার বাউট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। মেয়েদের হ্যান্ডবলে মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ৯-০ গোলে গাংনী উপজেলার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। এছাড়া কাবাডিতে মুজিবনগর উপজেলার আনন্দবাস মিয়া মুনছুর মাধ্যমিক বিদ্যালয় গাংনী উপজেলার বাউট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।