মাথাভাঙ্গা অনলাইন : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বেশ কয়েকজন বাংলাদেশীসহ ৭১ জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানাতে পারেনি দেশটির অভিবাসন দফতর
রোববার সকালে শুরু হওয়া মালয়েশিয়া ব্যাপী এ অভিযানে ৬০ জন পুরুষ ও ১১ জন নারী অভিবাসীকে আটক করা হয়। আটকদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের নাগরিক।
দেশটির অভিবাসন দপ্তর জানিয়েছে, বুকিত রাজা, ক্লাং ও দেংকিল এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব অভিবাসীকে আটক করা হয়েছে।
ওই অভিযানে অভিবাসন দফতরের ১৫০ কর্মকর্তা, পুলিশ, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অভিবাসন দপ্তর ।
দুই বছর আগে অবৈধ অভিবাসীদের ক্ষমা করে বৈধতা নিয়ে কাজ করার সুযোগ ও সময়সীমা বেঁধে দেয় মালয়েশিয়া সরকার। তবে, গত বুধবার ওই সময়সীমা শেষ হয়ে যায়।
সম্প্রতি মালয়েশিয়ায় অপরাধের মাত্রা বেড়ে গেছে। এসব অপরাধে অধিবাসীদের সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছে দেশটির সরকার।
এজন্য প্রায় পাঁচ লাখ অভিবাসীর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেয় দেশটির সরকার।