মাওয়ায় ১১ দিন লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

 

মাথাভাঙ্গা অনলাইন: মাওয়া-কাওড়াকান্দি লঞ্চ সমিতি বহির্ভূত শাহ পরাণ নামে একটি লঞ্চ চালানোর কারণে লঞ্চটিতে হামলা ও ভাঙচুর চালিয়ে আটকে রাখাকে কেন্দ্র করে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে টানা ১১ দিনের মতো  লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

যাত্রীরা বাধ্য হয়ে ট্রলারে চড়ে জীবনের চরম ঝূঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। টানা ১১ দিনে সমস্যার সমাধান না হওয়ায় যাত্রীদের ক্ষোভ প্রকট আকার ধারণ করেছে।

কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি বাবুল ঢালী বিআইডব্লিউটিএ তাদের লঞ্চগুলোকে মাওয়া ঘাটে গেলে ভিড়তে না দেয়া, স্টাফদের মারধর না করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন।

যাত্রীরা আশা করছেন সরকার লঞ্চ বন্ধ থাকার সমস্যা সমাধানে এগিয়ে এসে দেশের জনগণকে লঞ্চ চালু করে অল্প খরচ ও দ্রুত সাশ্রয়ী সময়ে ২০ কিলোমিটারের এই নৌপথ পাড়ি দেয়ার ব্যবস্থা করবে।