মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সালেম বাসিন্দবাকে হত্যার উদ্দেশে তার গাড়িবহরে হামলা চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা, তবে কোনো ধরনের আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন তিনি। গত শনিবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানী সানায় এ ঘটনা ঘটে। বাসিন্দবার উপদেষ্টা আলী আল সারারি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে অপর একটি গাড়ি থেকে গুলিবর্ষণ করে অজ্ঞাত হামলাকারীরা, তবে এতে কেউ আঘাত পায়নি। এর আগে ইয়েমেনি মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীদের ওপর হামলার চেষ্টা করা হলেও প্রধানমন্ত্রী বাসিন্দবার ওপর এটাই প্রথম হামলা প্রচেষ্টা বলে জানিয়েছে। হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নাম্বার বাসিন্দবার দেহরক্ষীরা টুকে রেখেছেন এবং ওই নাম্বার অনুযায়ী গাড়িটি খুঁজে বের করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। ২০১১ সালে গণঅভ্যুত্থানের বিশৃঙ্খল পরিস্থিতে দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ক্ষমতা ছাড়লে জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী মনোনীত হন বাসিন্দবা। এর আগে দেশের বিরোধীদলীয় নেতা ছিলেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে আল কায়েদার আরব উপদ্বিপ শাখা আল কায়েদা ইন দ্যা অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। বিভিন্ন সময় দলটি ইয়েমেনের অনেক শীর্ষ কর্মকর্তার ওপর হামলা চালিয়েছিলো।