দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া আফরিনকে বিদায়ীসংবর্ধণাজানানো হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯ টায়বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার আব্দুর রব, মৎস্য অফিসার আইয়ুব আলী, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, মহিলাবিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, সমবায় অফিসার ফসিয়ার রহমান, পল্লী উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, নির্বাচন অফিসার আবু দাউদ, প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন
অপরএক অনুষ্ঠানেরাত ৮ টায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকবর লাইলী, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মাও.আজিজুর রহমান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।