টেকনাফে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

মাথাভাঙ্গা অনলাইন : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৮ হাজার ৯৩০টি ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।রোববার সকাল ৯টার দিকে টেকনাফের নাজিরপাড়ার নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান  জানান, বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে গেলে পাচারকারীরা টের পেয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১৮ হাজার ৯৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।এ ব্যাপারে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোহাম্মদ ইসলামের ছেলে জিয়াউল রহমানকে (৩২) পলাতক আসামি দেখিয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment