খবর: (পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে সেনা সদস্যের শিশুস্বর্গে বসে গল্প)
পুলিশ-সেনা ভায়রা ভাই
এ পিঠ ও পিঠ থাকে,
আদর সোহাগ ভালোবাসা
এ ওনাকে ডাকে।
এতে এমন দোষের কী
দেখলে বড় ফোঁসের কী
অকারণে ঘোরাও কেন
বড়শি বেঁধে নাকে।
আমরা হলাম সেনা-পুলিশ সুজন
পার্কে বসে গল্প করি দুজন
বেরসিকের তালে পড়ে
পড়েছি কোন পাকে?
-আহাদ আলী মোল্লা