মাথাভাঙ্গা মনিটর: পাওনা পরিশোধ না করায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে বেশ কিছুদিন ধরেই টানাপোড়ন চলছে দেশটির ক্রিকেটারদের। দাবি আদায়ে এবার আগামী সোমবার নতুন ডেডলাইন ঘোষণা করেছেন টেইলর, মাসাকাদজারা। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে পাকিস্তানের বিপক্ষে দু টেস্টের সিরিজ ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে। একই দাবিতে গত শুক্রবার অনুশীলন বয়কট করেছিল ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বয়কটের সিদ্ধান্তও নিয়েছিলো তারা। তবে ক্রিকইনফোর খবর মতে, কিছু খেলোয়াড়ের খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কারণেই অবশেষে শনিবার মাঠে নামে তারা। ওই ম্যাচে ১০৮ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজও হেরে যায় স্বাগতিকরা।
জিম্বাবুয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের সফর শুরুর প্রায় এক সপ্তা আগে থেকে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে এই বিরূপ সম্পর্কের শুরু। ক্রিকেটাররা প্রত্যেক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্যে যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দেড় হাজার মার্কিন ডলার করে দাবি করেছেন। বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্টি থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলন বর্জন করেছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। বোর্ডের সাথে আলোচনার পর অনুশীলনে ফিরেন তারা। ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে অসন্তুষ্টি ছিলো অনেক দিন থেকেই। বোর্ড তাদের দাবি মেনে না নেয়ায় দাবি আদায়ে সংগঠন গড়ে তুলেন ক্রিকেটাররা।