ক্রীড়া প্রতিবেদক: ৪২তম বাংলাদেশ জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের বালিকা হ্যান্ডবল ও কাবাডিতে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল রোববার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হ্যান্ডবলে সদর উপজেলা প্রতিনিধিত্বকারী আলুকদিয়া রোমেলা মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে জীবননগর আন্দুলবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে এবং কাবাডিতে ২২-১২ পয়েন্টে দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক কাবাডিতে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয় ৩৩-১৫ পয়েন্টে আলমডাঙ্গা উপজেলার কুমারী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন ও শরীরচর্চা শিক্ষক হাফিজুর রহমান সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। আজ সোমবার বিকেলে বালক ও বালিকা ফুটবলের চূড়ান্ত খেলা শেষে ৪২তম আন্তঃস্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।