বেগমপুর প্রতিনিধি: সরকার সম্প্রতি ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি ৪ টাকা কমিয়েছে। কিন্তু তিতুদহ ও বেগমপুরে বিক্রেতারা বেশি দামে কেনার অজুহাত দেখিয়ে ২২ টাকা কেজি দরে বিক্রি অব্যাহত রেখেছেন।
এলাকা ঘুরে জানা গেছে, সম্প্রতি সরকার চাষিদের কথা ভেবে ২০ টাকা কেজি দরের সার ৪ টাকা কমিয়ে ১৬ টাকা কেজি নির্ধারণ করেছে। সরকার দাম কমালেও গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও বেগমপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, সার বিক্রেতারা। আগের দামে কেনার অজুহাত দেখিয়ে ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি করে যাচ্ছেন। তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের নাসির উদ্দিন, আজানুর, বীর মুক্তিযোদ্ধা দুখু মণ্ডল, শহিদুল ও রতনসহ অনেকেই জানান, কোনো কিছুর দাম বাড়ার কথা উঠলেই বিক্রেতারা মওজুদকৃত মালামাল বেশি দামে বিক্রি করে থাকেন। অথচ যখন কোনো জিনিসের দাম কমে তখন বিক্রেতারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বেশি দামে বিক্রি করেন। দেখভাল করা ব্যক্তিদের এদিকে নজর থাকে না। বড়শলুয়া বাজারের সার বিক্রেতা হাসেম আলী বলেন, আমার আগের দামে সার কেনা আছে, তাই বেশি দামে বিক্রি করছি। কমদামের সার এখনও পায়নি। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিন বলেন, অভিযোগ পেলে দোষি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।