স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-বড়গোপালদী সড়কের পাশের একটি ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার হয়। মধুখালী থানার এসআই গিয়াস উদ্দিন জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, লক্ষ্মীনারায়ণপুর-বড়গোপালদী সড়কের মাঝামাঝি ফাঁকা রাস্তার দক্ষিণ পাশের ডোবায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও চেক ফুল হাতা শার্ট ছিলো। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাস্তা ফাঁকা পেয়ে তাকে ফেলে রেখে গেছে।