মাথাভাঙ্গা অনলাইন : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে সরাইল থানার এসআই আবুবক্কর সিদ্দিক।
পুলিশ জানায়, মাদক পাচারের খবরে এসআই আবুবক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ওষুধের কার্টনে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়