স্টাফ রিপোর্টার: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ চ্যানেলে খনন করার পর গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে বড় রো রো ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্য সঙ্কটের কারণে গত বৃহস্পতিবার রাত ন’টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। পরে গতকাল শুক্রবার সকালে শুধু ছোট ফেরি দিয়ে পরাপার শুরু হয়। বড় ফেরি চলাচল শুরু করায় দুপাড়ে আটকে থাকা যানবাহন পারাপারে কিছুটা গতি আসবে বলে মনে করছে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ১১টি ফেরিই তৈরি আছে। পর্যায়ক্রমে পারাপার শুরু হবে। আশা করা যাচ্ছে এতে যানজট কিছুটা কমবে। দৌলতদিয়া ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মা নদীর চ্যানেল মুখে খনন কাজ জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কাউড়াকান্দির কাঁঠালবাগান থেকে ১৩৭ নামে আরো একটি ড্রেজার দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌঁছেছে। সেটি আজ শনিবার থেকে কাজ শুরু করবে। পলি পড়ে দৌলতদিয়া চ্যানেলের মুখে ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে এ নদীপথে একটি বিকল্প চ্যানেল তৈরি করা হবে। এদিকে দুপুরে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার এবং বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মজিবর রহমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ পরিদর্শন করেন।