নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনিতে পাঁচ জলদস্যু নিহত

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে গতকাল শনিবার গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার আরও একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। এ নিয়ে মোট পাঁচজন নিহত হলেন। স্থানীয় লোকজন ও পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা  স্থানীয় জলদস্যু বাহিনীর সদস্য। গণপিটুনিতে যারা নিহত হয়েছেন তারা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেফায়েত (২৫), মো. আশরাফ (৩৫), ছারোয়ার (২৭) ও ওছমান (২৮)। এছাড়া গণপিটুনিতে গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে আলতাফ হোসেন (৩০) নিহত হন। আলতাফের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। হাতিয়া থানার এসআই তানভীর আহম্মদের জানান, নিহত কেফায়েতের ভাই এমরানকে (২৮) আটক করা হয়েছে। কেফায়েতের তথ্য অনুযায়ী পুলিশ জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের খরুয়া বাড়ির পুকুর থেকে তিনটি দেশি বন্দুক ও একটি এলজি উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে হাতিয়ার জাহাজমারা ও বুড়িরচর ইউনিয়নে এবং গত বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার দুর্গম কালামচরে জলদস্যু দমনে অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক দল। পুলিশি অভিযানের মুখে জলদস্যুরা হাতিয়ার মূল ভূখণ্ডে উঠে আসে। গতকাল ভোরে জাহাজমারা ইউনিয়নে গণপিটুনিতে মো. আশরাফ নামে একজন নিহত হন। দুপুরে ওই এলাকায় গণপিটুনিতে নিহত হন কেফায়েত, ছারোয়ার ও ওছমান। এছাড়া গতকাল রাত সাড়ে তিনটার দিকে হিল্টন মোড় এলাকায় আলতাফকে পিটিয়ে হত্যা করে স্থানীয় লোকজন।