নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

মাথাভাঙ্গা অনলাইন:  আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধামসোনা এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
নিহতের নাম তানিয়া আক্তার (২০)। তিনি আশুলিয়া থানার ধামসোনা এলাকার চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ বলেছে, প্রায় এক বছর আগে আশুলিয়া থানার গোহাইলবাড়ির রনস্থল এলাকায় তানিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে দেড় মাস আগে তানিয়ার পরিবারের লোকজন সেখান থেকে তালাক দিয়ে তানিয়াকে বাপের বাড়িতে নিয়ে আসে। পরে গত বৃহস্পতিবার শিমুলিয়া ইউনিয়নের ভাইটাকান্দি এলাকার দুলাল মিয়ার ছেলে শাহিনের সাথে পুনরায় বিয়ে দেয়া হয় তানিয়াকে।

শুক্রবার বিকেলে তানিয়া স্বামী নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসে। বাপের বাড়ি একদিন থাকার পর শনিবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে ওঠে দেখা যায় ঘরের বারান্দার তানিয়ার ঝুলন্ত লাশ। পরে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসনে জানান, আলাতম দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘট